বিবি ডেস্ক : দেশের অর্থনীতির বৃদ্ধি হ্রাস পেয়েছে, কিন্তু এখনও তা মন্দায় পৌঁছয়নি। আর্থিক বৃদ্ধির দিকে দ্রুত এগিয়ে চলা জি-২০-র অন্যান্য দেশগুলোর মতো সমান তালে এগিয়ে চলেছে ভারত। ২০২৫ সালে দেশের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা ছোঁবে বলে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
কেরালার সাংসদ একে প্রেমচন্দ্রন লিখিত এক প্রশ্নের মাধ্যমে জানতে চান দেশের অর্থনীতির বর্তমান অবস্থা। তার উত্তরে অর্থমন্ত্রী এই জবাব দিয়েছেন।
তিনি বলেন, অর্থনীতির হাল ফেরাতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। চাহিদা বৃদ্ধির পাশাপাশি রপ্তানির ক্ষেত্রেকেও চাঙ্গা করতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জবাবে জানিয়েছেন।
আম আদমি পার্টির সাংসদ ভগত সিং মানের এক প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর জানান, দেশের আর্থিক অগ্রগতিতে নোটবন্দি একটি মাইলস্টোন। মোদী সরকারের এই পদক্ষেপ করদাতার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করেছে।
সীতারমণ তার উত্তরে বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলে তাদের উদ্বেগ বোঝার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আর্থিক স্থীতিশীলতা বজায় রাখতে এবং মুদ্রাস্ফীতি কম করতে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার সঙ্গে সুস্থ বিনোয়গের পরিবেশ তৈরির জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্র।