বিবি ডেস্ক : বন্ধ হয়ে যাওয়া আবাসন প্রকল্প চালু করতে উদ্যোগী হল কেন্দ্র। এই প্রকল্পগুলি ফের চালু করতে ২৫ হাজার কোটি টাকার একটি তহবিল তৈরিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন।
স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এই তহবিল তৈরি করতে সাহায্য করবে।
এই তহবিল প্রায় ১,৬০০ বন্ধ হয়ে যাওয়া আবাসন প্রকল্পকে ফের চালু করতে সাহায্য করবে।
দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার। কর্পোরেট করে ছাড় তার মধ্যে উল্লেখযোগ্য।
বিমুদ্রাকরণ এবং জিএসটি-র জোড়া ধাক্কায় মুখ থুবড়ে পড়েছিল আবাসন শিল্প। একের পর এক প্রকল্প বন্ধ হয়ে গিয়েছিল।
মন্ত্রিসভার এই সিদ্ধান্তে আবার আশার আলো দেখছে আবাসন শিল্প।