করোনা সংক্রমণ : আর্থিক প্রভাব নিয়ে বৈঠক করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

Nirmala Sitharaman’

বিবি ডেস্ক : করোনাভাইরাসের প্রভাবে সংকটে রয়েছে অর্থনীতি। এই অবস্থায় শুক্রবার সমগ্র পরিস্থিতির পর্যালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন অসামরিক বিমান পরিবহণ, এমএসএমই, পর্যটন এবং পশুপালন মন্ত্রকের মন্ত্রী এবং অধিকারিকদের সঙ্গে বৈঠক করে। ক্ষতিগ্রস্ত সেকটরগুলির জন্য প্যাকেজ ঘোষণা করা যায় কিনা তা নিয়ে আলোচনা করেন।

তবে এদিন অর্থমন্ত্রী স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী যে টাস্ক ফোর্স গঠনের কথা বলেছেন তার বৈঠক এটি নয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার জাতীর উদ্দেশে তাঁর ভাষণে আর্থিক সংকট মোকাবিলায় একটি টাস্ক ফোর্স গঠনের কথা বলেন।

নির্মলা সীতারমণ বলেন, ‘‘টাস্ক ফোর্স তৈরির প্রক্রিয়া চলবে। কিন্তু পরিস্থিতির জরুরি প্রয়োজনের কথা ভেবে এই বৈঠকটি করা হচ্ছে। এই আলোচনা টাস্ক ফোর্সের কাজ করা পথ সুগম করে দেবে।’’

তবে কবে প্যাকেজ ঘোষণা করা হবে তার কোনো দিনক্ষণ জানাতে চাননি অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রীর সঙ্গে এই বৈঠকের পর বেসকারি বিমান পরিবহণমন্ত্রী বলেন, উপযুক্ত সময় সরকার বেসরকারি বিমান সংস্থাগুলি যে ছাঁটাই করছে তা নিয়ে কথা বলবে।

বৃহস্পতিবারই ইন্ডিগো কর্মীদের একাংশের মাইনে কমানোর কথা ঘোষণা করেছে। ২২ তারিখ থেকে এক সপ্তাহের জন্য সমস্ত বাণিজ্যক বেসরকারি বিমান পরিষেবা বন্ধ নির্দেশ দিয়েছে সরকার।

কোভিড-১৯-এর জন্য ব্যবসার মারাত্মক ক্ষতি হয়েছে বিমান সংস্থাগুলোর। এই ক্ষতির কিছুটা হলেও পূরণের জন্য রিলিফ প্যাকেজ দেওয়ার ভাবনা-চিন্তা করছে কেন্দ্র।

পশুপালন মন্ত্রী গিরিরাজ সিংহ দাবি করেন, ঋণপ্রদান ব্যবস্থার পুনর্গঠন করার জন্য। বিশেষত পোলট্রি, ফিশারিজ সেকটর, যেগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে করোনাভাইরাস আতঙ্কে।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.