বিবি ডেস্ক: দীপাবলি বা দিওয়ালির মরসুম চলছে। এই সময় অনেকেই বাড়ি, গাড়ি, দোকান এবং ইলেকট্রনিক পণ্যে-সহ বিভিন্ন সামগ্রী কিনতে পছন্দ করে। এমন পরিস্থিতিতে, দীপাবলিকে সামনে রেখে, অনেক সরকারি ব্যাঙ্ক দীপাবলি লোন অফার নিয়ে এসেছে। যাতে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সুবিধা নিতে পারবেন গ্রাহক।
দিওয়ালি উপলক্ষ্যে, সরকারি ব্যাঙ্কগুলি ৭.৫ শতাংশ থেকে ৮.৮ শতাংশ পর্যন্ত সুদে ঋণ দিচ্ছে। এর পাশাপাশি অনেক ব্যাঙ্ক প্রসেসিং ফি-ও মকুব করছে।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া
দীপাবলিকে সামনে রেখে, ৮.৪ শতাংশ সুদ গৃহঋণে দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। আবার, টপ আপ লোনে সুদের হার ৮.৮ শতাংশ। পাশাপাশি উৎসবের মরসুমে ঋণ নেওয়ার জন্য প্রসেসিং ফিও মকুব করা হয়েছে।
ব্যাঙ্ক অব বরোদা
দেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হল ব্যাঙ্ক অব বরোদা। দেশের প্রায় প্রতিটি প্রান্তে এই ব্যাঙ্কের শাখা রয়েছে। বাড়ি ও গাড়ি ঋণে প্রারম্ভিক সুদের হার এখন ৮.৪৫ শতাংশ। পাশাপাশি, আপনি যদি গাড়ির লোন দ্রুত পরিশোধ করেন, তবে আপনার কাছ থেকে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হবে না।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
দীপাবলি উপলক্ষে, ফেস্টিভ্যাল বোনানজা অফার ২০২২ চালু করেছে পিএনবি। এই স্কিমের অধীনে, বাড়ি এবং গাড়ি ঋণের উপর প্রসেসিং ফি এবং ডকুমেন্ট চার্জ মকুব করা হয়েছে।
সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া
প্রাথমিক ভাবে ৭.৫০ শতাংশ হারে গৃহঋণ দিচ্ছে ব্যাঙ্ক। এর পাশাপাশি, মেয়াদ শেষ হওয়ার আগে ঋণের দ্রুত পরিশোধের জন্য কোনো চার্জ নেওয়া হচ্ছে না। গাড়ি ঋণে সুদের হার শুরু ৭.৬৫ শতাংশে। এর পাশাপাশি গাড়ির ঋণে কোনো প্রসেসিং ফি, ইত্যাদিও নেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: রাজ্যে প্রাকৃতিক গ্যাস জোগাবে গেল, জেলা প্রশাসনকে জমি জট কাটাতে নির্দেশ নবান্নের