Connect with us

ফিনান্স

চিন থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া বহুজাতিক সংস্থাকে ভারতে স্বাগত জানাতে ব্লু প্রিন্ট তৈরি করবে কেন্দ্র

যে সব বহুজাতিক কোম্পানি চিনকে বাদ দিয়ে অন্যত্র তাদের উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চাইছে তাদের স্বাগত জানাবে ভারত।

Published

on

Nirmala Sitharaman

বিবি ডেস্ক : যে সব বহুজাতিক কোম্পানি চিনকে বাদ দিয়ে অন্যত্র তাদের উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চাইছে তাদের স্বাগত জানাবে ভারত। এই ধরনের কোম্পানি চিহ্নিত করতে এবং তাদের উৎপাদনে জন্য পরিকাঠামো করে দিতে একটি ব্লু প্রিন্টও তৈরি করা হবে বলে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন।

সস্তা শ্রম এবং উপযুক্ত পরিকাঠামোর কারণে এতদিন পর্যন্ত বিশেষত মার্কিন বহুজাতিক সংস্থাগুলোর গন্তব্য ছিল চিন। কারণ চিন-মার্কিন বাণিজ্য যুদ্ধের কারণে সে দেশের বহু সংস্থা বাধ্য হচ্ছে চিন থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে। ফলে তারা নতুন গন্তব্য খুঁজছে। চিনের বিকল্প হিসাবে অনেকেই বেছে নিচ্ছে ভিয়েতনামকে।

তাদের ভারতে টানতে আগ্রহী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘‘আমেরিকা, ইউরোপ এবং ব্রিটিশ সংস্থাগুলি, যারা চিন থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, ওই সব সংস্থাকে চিহ্নিত করতে হবে। তারা যাতে ভারতে তাদের উৎপাদন কেন্দ্র গড়ে তোলেন তা নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা করতে হবে। আমি দেশে ফিরে এই নিয়ে একটি ব্লু প্রিন্ট তৈরি করব।’’ মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থমন্ত্রী সাংবাদিকদের এই কথা বলেন। আইএমএফ এবং বিশ্ব ব্যাঙ্কের একটি বৈঠক তিনি সেখানে গিয়েছিলেন।

তিনি বলেন,‘‘ সরকারের কাছে এই মুহুর্তে গুরুত্বপূর্ণ কাজ হল যে সংস্থাগুলি চিন থেকে ব্যবসা গুটিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করা।

ভিয়েতনাম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন,  তাদের উপযুক্ত পরিকাঠামো থাকলেও পর্যাপ্ত শ্রমশক্তি নেই। তাছাড়া কেন্দ্র সম্প্রতি কর্পোরেট ট্যাক্সে ছাড় ঘোষণা করেছে।  সব মিলিয়ে চিন থেকে হাত গুটিয়ে নেওয়া সংস্থাগুলির গন্তব্য ভারত হতেই পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Advertisement