নয়াদিল্লি : দেশ জুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে কর্মীদের নিরাপত্তা দিতে দেশের একাধিক ব্যাঙ্ক তাদের অধিকাংশ শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছে। সরকারি ভাবে কিছু না জানানো হলেও চারটি সূত্র সংবাদসংস্থা রয়টারকে খবর জানিয়েছে।
বৃহত্তর জনসংখ্যার দেশ ভারতে এখন লেনদেন ক্যাশ নির্ভর। এই পরিস্থিতিতে ২১ দিন লকডাউনে জরুরি পরিষেবা হিসাবে ছাড় দেওয়া হয়েছে ব্যাঙ্কে।
এই পরিকল্পনা অনুযায়ী, বড় শহরে প্রতি পাঁচ কিলোমিটার অন্তর একটি ব্যাঙ্ক খোলা থাকবে।
অর্থমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছে, ‘‘দেশের ৯০ শতাংশ এটিএম সঠিক ভাবে কাজ করছে, সেগুলি বন্ধ করে দেওয়ার পরিকল্পনা সম্পর্কে আমার কিছু জানা নেই।’’ সরকার প্রতিদিন সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছেন বলে ওই আধিকারিক জানিয়েছেন।
আর একটি সূত্র রয়টারকে জানিয়েছে, গ্রামীণ এলাকায় যেখানে দেশের ৭০ শতাংশ মানুষ বাস করেন, সেখানে বিকল্প দিনে ব্যাঙ্কের কাজ চলবে। ব্যাঙ্কের কর্মীরা জোর দেবেন সামাজিক সুরক্ষা স্কিমের অর্থ প্রদান করতে।
এক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের আধিকারিক জানিয়েছেন, ‘‘যারা ডিজিট্যাল পরিষেবা ব্যবহার করতে পারেন না মূলত তাদের কথা ভেবে পরিষেবা দেওয়া হবে।’’ ওই আধিকারিক জানিয়েছেন, ব্যাঙ্কগুলি পরস্পরের সঙ্গে কথা বলছে। বর্তমান পরিস্থিতিতে টাকা তোলার একটা চাপ রয়েছে। সেটি কী ভাবে সামলানো যায় তা নিয়ে আলোচনা চলছে।
যদিও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোশিয়েশন এ নিয়ে এখনই কোন মন্তব্য করতে চায়নি।
সূত্র : লাইভ মিন্ট এবং বিজনেস টুডে