বিবি ডেস্ক : করোনা আতঙ্কে ভুগছে সারা বিশ্ব। এর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। ভারতও তার বাইরে নয়। দেশে অর্থিক ব্যবস্থাকে বাধাহীন ভাবে চালিয়ে যেতে অভিনব ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
কী সেই অভিনব ব্যবস্থা? দূরবর্তী অঞ্চলে একটি গোটা হোটেল ভাড়া করে নিয়ে জরুরি পরিষেবা জারি রেখেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। সেখান থেকেই ডিজিটাল ব্যাঙ্কিং এবং চেক ক্লিয়ারেন্স সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজকর্ম চলছে।
বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, এর জন্য আরবিআই ১৫০ জনের একটি টিম তৈরি করেছে। দুটি ভাগে সেই টিম কাজ করছে। একটি ভাগ যখন কাজ করছে অন্য ভাগটিকে স্ট্যান্ডবাই হিসাবে রাখা হয়েছে।
১৯ মার্চ থেকে এই প্রক্রিয়া চালু হয়েছে। আরবিআই-র কাজ যাতে বাধাহীন ভাবে করা যায় তারজন্য ১৪ হাজার কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধুমাত্র সবচেয়ে সিনিয়ার আধিকারিকরাই অফিসে আসছেন বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে।
বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, যে হোটেলটি ভাড়া নেওয়া হয়েছে সেটির সমস্ত কর্মী এবং প্রশাসনিক কর্তাদের আইসোলেশন করা হয়েছে।