বিভিন্ন প্রয়োজন, যেমন বাড়ি, শিক্ষা, চাকরি এবং যানবাহন কেনার জন্য অনেকই ঋণের উপর নির্ভর করেন। শুধু কি তাই, চিকিৎসার মতো জরুরি অবস্থায় খরচ মেটানোর জন্যও অনেকে ঋণ নিয়ে থাকেন। যে কারণে ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আকর্ষণীয় সুদের হার ও সহজ কিস্তির মাধ্যমে এই ঋণ দিয়ে থাকে।
১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন নির্দেশিকায়, ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে কঠোর নিয়ম চালু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)। আগে ঋণগ্রহীতাদের তথ্য প্রতি মাসে একবার ক্রেডিট ব্যুরোগুলিতে পাঠানো হত। কিন্তু এখন ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে ১৫ দিন অন্তর ঋণগ্রহীতাদের ক্রেডিট স্কোর এবং রেকর্ড রিপোর্ট করতে হবে। এই নিয়মের ফলে একাধিক ঋণ গ্রহণ করা আরও কঠিন হয়ে উঠবে, বিশেষত আগের ঋণগুলি পরিশোধ না করলে।
বিশেষজ্ঞদের মতে, আরবিআই-এর এই পদক্ষেপ ঋণ ঝুঁকি মূল্যায়নকে উন্নত করবে এবং অপ্রয়োজনীয় ঋণগ্রহণ কমাবে। ঘন ঘন ক্রেডিট স্কোর যাচাইয়ের মাধ্যমে ঋণ প্রদানকারীরা ঋণগ্রহীতার ঋণ শোধের ক্ষমতা ভালোভাবে নির্ধারণ করতে পারবে।
জানা গিয়েছে, আগস্ট মাসে ঘোষিত এই নিয়মগুলি চলতি বছরের শুরুর দিন থেকেই কার্যকর হয়েছে। স্বল্প ও মধ্য আয়ের ব্যক্তিদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, যারা উৎসবের খরচ বা চিকিৎসার মতো জরুরি কারণের জন্য ব্যক্তিগত ঋণের উপর নির্ভর করেন। ফলে এই বছর ব্যক্তিগত ঋণের প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।