বন্ধন ব্যাংকের পার্সোনাল লোন: সুদের হার ও বাড়তি সুযোগগুলি জেনে নিন এক ঝলকে

বন্ধন ব্যাংক গ্রাহকদের জন্য বিশেষ ধরনের পার্সোনাল লোনের সুবিধা দিচ্ছে, যা শিক্ষা, বাড়ি মেরামত, চিকিৎসা বা জরুরি অস্ত্রোপচারের মতো জরুরি ও তাৎক্ষণিক আর্থিক চাহিদা পূরণে সহায়ক।

নমনীয় শর্ত ও সুদের হার

ব্যাংকটি এখন পার্সোনাল লোনে নমনীয় মেয়াদ, সুদের হার ও পরিশোধের সুযোগ দিচ্ছে যাতে ঋণগ্রহীতারা সহজেই নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী ঋণ পরিশোধ করতে পারেন।

২০২৫ সালের সুদের হার (১ এপ্রিল থেকে কার্যকর)

ঋণগ্রহীতার ধরণ৩ বছরের কম মেয়াদ৩ বছরের বেশি মেয়াদ
চাকরিজীবীবার্ষিক ১২.১৫%বার্ষিক ৯.৪৭%
স্বনিযুক্তবার্ষিক ১২.৫৫%বার্ষিক ১০.১০%

মেয়াদ ভিত্তিক সুদের হার পদ্ধতিতে ঋণগ্রহীতারা নিজেদের আর্থিক সক্ষমতা অনুযায়ী পরিশোধের সময়কাল বেছে নিতে পারেন, যা সামগ্রিক সুদের বোঝা হ্রাসে সহায়ক।

ঋণ পরিশোধের মেয়াদ ও পরিমাণ

ঋণগ্রহীতারা ১২ মাস থেকে ৬০ মাস পর্যন্ত যেকোনো মেয়াদে ঋণ পরিশোধের সময়সূচি বেছে নিয়ে পারেন। এতে মাসিক বাজেটের উপর অতিরিক্ত চাপ পড়ে না। ফলে সুশৃঙ্খলভাবে পরিশোধের পরিকল্পনা করা সম্ভব।

যোগ্যতার মানদণ্ড

বন্ধন ব্যাংক থেকে পার্সোনাল লোন পাওয়ার জন্য নীচের যোগ্যতা থাকা আবশ্যক:

  • বয়স: সাধারণত ২১ থেকে ৬০ বছর
  • পেশা: চাকরিজীবী বা নির্ভরযোগ্য আয়ের উৎস থাকা স্বনিযুক্ত ব্যক্তি
  • ক্রেডিট স্কোর: ৭৫০-এর উপরে স্কোর থাকলে অনুমোদনের সম্ভাবনা বাড়ে

এ ছাড়াও আয়, বর্তমান আর্থিক অবস্থা, আগের ঋণ পরিশোধের ধারাবাহিকতা, ঋণখেলাপর রেকর্ড এবং চাকরি স্থায়িত্ব প্রভৃতি বিষয় বিবেচনা করা হয়।

বিস্তারিত জানতে দেখতে পারেন: https://bandhanbank.com

ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে মাসিক কিস্তি হিসাব

ইচ্ছুক ঋণগ্রহীতারা বন্ধন ব্যাংকের ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে মাসিক কিস্তির পরিমাণ সহজেই জানতে পারবেন। এতে ঋণের পরিমাণ, মেয়াদ ও সুদের হার বসিয়ে একটি বাস্তবসম্মত পরিশোধ পরিকল্পনা তৈরি করা যায়।

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.