এটিএম থেকে টাকা তোলার সময় এই ভুলগুলি মোটেই করবেন না, নিমেষে ফাঁকা হয়ে যাবে অ্যাকাউন্ট

এটিএম

সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে ব্য়াঙ্কিং ব্যবস্থায়। বদল হয়েছে লেনদেনের পদ্ধতির। এখন আর নগদ টাকা তোলার জন্য ব্যাঙ্কের শাখায় গিয়ে লাইনে দাঁড়াতে হয় না। হাতের নাগালেই রয়েছে এটিএম (ATM)। তবে এটিএম থেকে টাকা তোলার সময় এই ভুলগুলি মোটেই করবেন না, তা হলে নিমেষে ফাঁকা হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট।

চারিদিকে বেড়েছে এটিএমের সংখ্যা। কারণ, এটিএম ব্যবহার ক্রমশ বাড়ছে। আর তারই সঙ্গে বাড়ছে প্রতারণার ঘটনাও। কখনও কখনও সামান্য একটা ছোট্ট ভুলেও কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিতে পারে প্রতারক। ফলে এটিএম ব্যবহার করার সময় প্রত্যেকেরই বেশ কিছু সতর্কতা অবলম্বন করা দরকার।

১. অচেনা ব্যক্তির সাহায্য

stm 1

প্রথম বার এটিএম ব্যবহার অথবা কী ভাবে টাকা তুলতে হয়, তা না জানার জন্য আশেপাশে দাঁড়িয়ে থাকা কোনও অচেনা ব্যক্তির সাহায্য নিলেই কেল্লাফতে। এমনও হতে পারে, প্রতারক সাহায্যের আড়ালে আপনার এটিএম কার্ড পরিবর্তন করে এবং আপনার পিন নম্বর জেনে নিতে পারে। এর পরে আপনার অ্যাকাউন্ট খালি করে দেওয়ার ঘটনাও অস্বাভাবিক নয়। এমন পরিস্থিতিতে এটিএম ব্যবহার করার জন্য কোনো অচেনা ব্যক্তির সাহায্য না নেওয়াই ভালো।

২. শুনশান জায়গায় এটিএম

SBI ATM
ফাইল ছবি

নির্জন জায়গায় অবস্থিত এটিএম-এ স্কিমার নামে একটি ডিভাইস ইনস্টল করার ঘটনা একাধিক বার উঠে এসেছে খবরের শিরোনামে। গ্রাহকের এটিএম তথ্য চুরি করে নেওয়ার জন্য এই পদ্ধতির সাহায্য নিয়ে থাকে প্রতারকরা। কিন্তু জনবহুল স্থানে অবস্থিত এটিএম-এ স্কিমার ইনস্টল করা ততটা সহজ কাজ নয়। ফলে নির্জন জায়গায় অবস্থিত এটিএম ব্যবহার করা উচিত নয়।

৩. সাইবার প্রতারণা

atm 2

সাইবার অপরাধী লটারি, কেওয়াইসি-র নামে সাধারণ মানুষকে ফোন করে ব্যাঙ্কের বিবরণ হাতিয়ে নিচ্ছে। শুধু কী তাই, ব্যক্তিগত বিবরণ যেমন আধার নম্বর, প্যান নম্বর, এটিএম কার্ডের সিভিভি নম্বর, ওটিপি ইত্যাদি সম্পর্কে তথ্য চেয়ে থাকে তারা। এমন পরিস্থিতিতে, মনে রাখবেন যে আপনি এই জাতীয় বিবরণ কারও সঙ্গে ফোনে শেয়ার করবেন না।

৪. পিন পরিবর্তন

atm 3

অনেকেই নিজের ডেবিট কার্ডের পিন অর্থাৎ এটিএম কার্ডের পিন দীর্ঘদিন ধরে একই রেখে দেন। এটা করা উচিত নয়। কয়েক দিন পর পর এই পিন পরিবর্তন করার চেষ্টা করুন। এতে এটিএম জালিয়াতির সম্ভাবনা অনেকগুণ কমাতে পারেন। একই পিন বারবার ব্যবহার করতে থাকলে, তা প্রতারকরা বিভিন্ন ফন্দিতে হাতিয়ে নিতে পারে।

আরও পড়ুন: নতুন বছর থেকে পাল্টে যাচ্ছে নিয়ম, লকার নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ মেনেছেন তো?

বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখেন ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিকরা। সমস্ত তথ্য যাচাই করে তবে বাংলাবিজে প্রতিবেদনগুলি লেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.