জয়পুর : দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা কার্যত ‘বিধ্বস্ত’ একে উদ্ধার করার অবস্থায় সরকার নেই। রবিবার জয়পুরে এমনটাই মন্তব্য করলেন নোবেল জয়ী অভিজিত বন্দ্যোপাধ্যায়।
১৩তম জয়পুর সাহিত্য উৎসবের একটি অনুষ্ঠানের মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। সেখানেই তিনি আরও বলেন, গাড়ি শিল্পে চাহিদা পড়ে যাওয়াই দেখিয়ে দিচ্ছে দেশের অর্থনীতির প্রতি মানুষ আস্থা হারাচ্ছেন।
তিনি বলেন,‘‘ আর্থিক সেকটর সবচেয়ে বড় ‘স্ট্রেস পয়েন্টে’ রয়েছে। বিষয়টি চিন্তার। বিশেষত ব্যাঙ্কিং সেকটর বিধ্বস্ত। সরকার একে উদ্ধার করার মতো অবস্থায় নেই। ’’
অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের দেশে শহর এবং গ্রাম পারস্পরের উপর নির্ভরশীল। এর ফলে আর্থিক মন্দার জন্য দারিদ্র্য দূরীকরণের কাজে প্রভাব পড়ছে।