আধুনিক জীবনে ক্রেডিট কার্ড অপরিহার্য হয়ে উঠেছে। কেনাকাটা করা, টিকিট বুক করা, হোটেল রিজার্ভেশন বা খাবার অর্ডার করা এখন সহজ হয়ে গেছে ক্রেডিট কার্ডের দৌলতে। তবে অনেক ব্যাংক বার্ষিক ফি হিসেবে বড় অঙ্কের অর্থ আদায় করে। আপনি যদি এই ফি দিতে না চান এবং ক্রেডিট কার্ডের সুবিধা উপভোগ করতে চান, তাহলে এমন ৫টি আজীবন বিনামূল্যের ক্রেডিট কার্ডের তালিকা দেখে নিতে পারেন, যেগুলির জন্য কোনো বার্ষিক ফি লাগে না এবং কেনাকাটা ও অন্যান্য পরিষেবায় সাশ্রয় করার সুযোগ দেয়।
১. RBL ব্যাংক ব্যাংকবাজার SaveMax ক্রেডিট কার্ড
এক্সপ্রেস ক্যাশের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে তৎক্ষণাৎ অর্থপ্রাপ্তির সুবিধা।
BookMyShow এবং Zomato-তে ১০% ক্যাশব্যাক (প্রতি মাসে প্রত্যেক খুচরো বিক্রেতায় সর্বাধিক ১০০ টাকা পর্যন্ত)।
EMI Infinity Pass-এর মাধ্যমে Split N Pay চার্জে ১০০ শতাশ ছাড় পাওয়ার সুযোগ।
RBL ব্যাংক MyCard অ্যাপ দিয়ে ক্রেডিট কার্ড পরিচালনা, ইউটিলিটি বিল পরিশোধ, মার্চেন্ট অফার গ্রহণ এবং ঋণের আবেদন করা যায়।
২. Amazon Pay ICICI ক্রেডিট কার্ড
সীমাহীন রিওয়ার্ড পয়েন্ট, যা কখনও মেয়াদোত্তীর্ণ হবে না।
Amazon থেকে কেনাকাটায় রিওয়ার্ড পয়েন্টগুলি রিডিম করার সুবিধা।
Amazon-এ কেনাকাটা করার সময় ৩ বা ৬ মাসের জন্য কোনো সুদবিহীন EMI-এর সুযোগ।
Amazon Prime গ্রাহকরা Amazon India-তে কেনাকাটায় ৫% রিওয়ার্ড পান।
৩. ICICI ব্যাংক প্ল্যাটিনাম চিপ ক্রেডিট কার্ড
খুচরো দোকানে প্রতি ১০০ টাকা খরচের জন্য ২টি রিওয়ার্ড পয়েন্ট।
ইন্স্যুরেন্স ও ইউটিলিটি বিলের ক্ষেত্রে প্রতি ১০০ টাকা খরচে ১টি রিওয়ার্ড পয়েন্ট।
HPCL পাম্পগুলিতে ৪,০০০ টাকা পর্যন্ত ১ শতাংশ ফুয়েল সারচার্জ মকুব।
বিলাসবহুল হোটেল, রেস্তোরাঁ, লাইফস্টাইল রিটেইলার এবং স্পাতে চমৎকার অফার।
৪. IDFC ফার্স্ট মিলেনিয়াম ক্রেডিট কার্ড
জন্মদিনে ২০,০০০ টাকার বেশি খরচ করলে ১০গুণ রিওয়ার্ড পয়েন্ট।
অনলাইন এবং অফলাইনে ২০,০০০ টাকা পর্যন্ত কেনাকাটায় ৩গুণ রিওয়ার্ড পয়েন্ট।
ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং ইউটিলিটি বিল পরিশোধে রিওয়ার্ড পয়েন্ট।
৫. IndusInd প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড
রেজিস্ট্রেশন ফি প্রদানের পর বিলাসবহুল ব্র্যান্ডের উপহার কার্ড এবং ভাউচার।
ভারতে সমস্ত পেট্রোল পাম্পে ৪০০ টাকা থেকে ৪,০০০ টাকার মধ্যে ১ শতাংশ ফুয়েল চার্জ ছাড়।
বিনামূল্যে ফ্লাইট দুর্ঘটনা বিমা কভারেজ ২৫ লাখ এবং হারানো ব্যাগেজ বিমা কভারেজ ১ লাখ টাকা।
প্রতি ১৫০ টাকা খরচে ১.৫ রিওয়ার্ড পয়েন্ট।